Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ভারতে অ্যাডিনোভাইরাসে আরও ৫ শিশুর মৃত্যু

Main Image

জরুরি বিভাগে ২৪ ঘণ্টা শিশুরোগ বিশেষজ্ঞ রাখা হবে


ভারতের পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় অ্যাডিনোভাইরাসে আক্রান্ত আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে ভাইরাসটিতে ১০ শিশুর মৃত্যু হলো।

পরিস্থিতি সামাল দিতে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। নির্দেশনায় বলা হয়েছে, জরুরি বিভাগে ২৪ ঘণ্টা শিশুরোগ বিশেষজ্ঞ রাখা হবে। জ্বর, সর্দির সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে বাচ্চারা। সেই সমস্যার জন্য আলাদা করে সরকারি হাসপাতালে খোলা হচ্ছে ক্লিনিক। ২৪ ঘণ্টা খোলা থাকবে এ ক্লিনিক।

কলকাতা মেডিকেল কলেজে আউটডোরের বাইরেও আলাদাভাবে খোলা হচ্ছে ক্লিনিক। কভিডের জন্য বরাদ্দ ওয়ার্ডে ভর্তি করা যাবে মা-শিশুকে। ২৪ ঘণ্টার জন্য হেল্পলাইন চালু করা হয়েছে।

রোগী বেড়ে যাওয়ায় রাজ্যজুড়ে আইসিইউ সংকট প্রকট আকার নিয়েছে। পরিস্থিতি বিবেচনায় বেলেঘাটা আইডি হাসপাতালে ২৫টি বেড চালু করা হয়েছে। রেফার রোগী নিয়ে কড়া নির্দেশিকার পরও জেলা থেকে একের পর এক রোগী আসছেন শহরে।

আরও পড়ুন