Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


নানা কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত

Main Image

দিবসটি উদযাপন উপলক্ষে বারডেম অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়


ডায়াবেটিস রোগ সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবারের মতো এবারও আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 


বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পক্ষে প্রকাশনা ও জনসংযোগ পরিচালক ফরিদ কবিরের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  দিবসটি উদযাপন উপলক্ষে বারডেম অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন ও বারডেমের মহাপরিচালক অধ্যাপক এমকেআই কাইয়ুম চৌধুরী।


অনুষ্ঠানে আদর্শ ডায়াবেটিক রোগীদের মধ্যে অভিনন্দনপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এবারের মূল প্রতিপাদ্য ছিলো- ‘ডায়াবেটিস নিয়ন্ত্রণ সর্বক্ষণ; সুস্থ দেহ, সুস্থ মন’।


‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৮.৩০ মিনিটে বারডেম কার পার্কিং-এর নিচ থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত সচেতনতামূলক শ্লোগান সংবলিত প্লাকার্ড হাতে অবস্থান, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত  বারডেম ক্যাম্পাস এবং এনএইচএন ও বিআইএইচএস-এর বিভিন্ন কেন্দ্র সংলগ্ন স্থানে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা।


এছাড়াও দিবসটি উপলক্ষে ‘কান্তি’র বিশেষ প্রকাশনা, সচেতনতামূলক পোস্টার ও লিফলেট প্রকাশ ও বিতরণ করা হয়েছে। এছাড়া, দিবসটি উপলক্ষে হ্রাসকৃতমূল্যে হার্ট ক্যাম্পের আয়োজন করে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল। সমিতির অন্যান্য প্রতিষ্ঠানও এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।


উল্লেখ্য, আজ মঙ্গলবার ছিলো বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৭তম প্রতিষ্ঠা-বার্ষিকী। ১৯৫৬ সালের এই দিনে জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমসহ কয়েকজন বিশিষ্ট সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তির উদ্যোগে রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠিত হয়।

আরও পড়ুন