Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


কিডনি ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক ডা. বাবরুল আলম

Main Image

জাতীয় কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. বাবরুল আলম।


জাতীয় কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি ইনস্টিটিউটের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. বাবরুল আলম। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে।

বর্তমানে তিনি একই ইনস্টিটিউটের নেফ্রোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

প্রজ্ঞাপনে বলা আছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো।

পদায়নকৃত কর্মকর্তাকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় আট কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন, বলা হয় প্রজ্ঞাপনে।

Bd-Govt

আরও পড়ুন