নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান নির্বাচিত হলেন প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ সৈয়দ মুসা এম এ কাইয়ুম
নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান নির্বাচিত হলেন প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ সৈয়দ মুসা এম এ কাইয়ুম।
তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এরপর তিনি শিশুরোগের উপর এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। এরপর আরসিপিএন্ডএস ডিগ্রী অর্জন করেন আয়ারল্যান্ড থেকে।
নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজে শিশু বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন তিনি।
এছাড়াও তিনি সৌদি আরবের মদিনা হাসপাতাল ও যুক্তরাজ্যের রয়েল হাসপাতালে কর্মরত ছিলেন।
বর্তমানে সিলেট ইম্পেরিয়াল হাসপাতালের এমডি এবং নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্বাচিত চেয়ারম্যান হলেন অধ্যাপক ডাঃ সৈয়দ মুসা এম এ কাইয়ুম।
আরও পড়ুন