Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


সেনাবাহিনীর চিকিৎসকদের সেবা পেলেন পাহাড়ের অসহায় রোগীরা

Main Image

গুইমারা সেনা রিজিয়নের তত্ত্বাবধানে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে


খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার দুর্গম শিশকবাড়ি এলাকার গকুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪৫৩ জন অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছেন সেনাবাহিনীর চিকিৎসকেরা। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত গুইমারা সেনা রিজিয়নের তত্ত্বাবধানে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করে।

দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে সেবা দেন সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার ক্যাপ্টেন মো. সাইফুজ্জামান সায়ক।

এ সময় উপস্থিত ছিলেন- মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, ইউপি সদস্য ধর্মজ্যোতি ত্রিপুরা, স্থানীয় হেডম্যান অংপ্রু চৌধুরী ও কারবারি বিবিন্দ্র কুমার ত্রিপুরা।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের অর্থনৈতিক অসচ্ছলতা ও যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন না। এ সব সুবিধাবঞ্চিত মানুষের কথা বিবেচনা করেই চিকিৎসা ক্যাম্পের আয়োজন।

মাটিরাঙ্গা জোনের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক বলেন, দুর্গম জনপদের পাহাড়ি জনগোষ্ঠীকে নিয়মিত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সেনাবাহিনী পাহাড়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন