Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


তুরস্কে ১০ হাজার প্যাকেট মিনাভিট ও ১৫০ রকম ঔষধ পাঠাবে গণস্বাস্থ্য

Main Image

ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে উপহার সামগ্রী তুরস্কে পাঠানোর ব্যবস্থা করতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র


তুরস্কের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য গণস্বাস্থ্য ফুডস্ লিমিটেড কর্তৃক উৎপাদিত মিনাভিট পুষ্টি খাদ্য (৪০০ গ্রাম) দশ হাজার প্যাকেট এবং গণস্বাস্থ্য ফার্মাসিটিকেলস্ লিমিটেডে উৎপাদিত ১৫০ রকম ঔষধ শুভেচ্ছা উপহার হিসাবে পাঠানো হবে। ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে উপহার সামগ্রী  তুরস্কে পাঠানোর ব্যবস্থা করতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র। 

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধূরীর নির্দেশে সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকাস্থ বারাধারার তুরস্ক দূতাবাসে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম মিন্টু বারিধারা, বাড়ী নং ৮, রোড নং ৫ দূতাবাসের ত্রাণ কর্মসূচি সমন্বয়ক অফিসে পরিচালক সেভকি মারথ্ বারিশ এবং পরিচালকের সহকারী মনজুর এলাহিসহ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে উপহার প্রদানের কথা জানান।

দূতাবাসের পক্ষ থেকে পরিচালক সেভকি মারথ্ বারিশ গণস্বাস্থ্য কেন্দ্রের মানবিক উদ্যোগকে বিনয়ের সাথে স্বাগত জানান। 

আরও পড়ুন