Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


নিটোরকে চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিলো ইউসিবি ব্যাংক

Main Image

ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনকে (নিটোর) চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)


ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনকে (নিটোর) চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউসিবি ব্যাংক। 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনের পরিচালক প্রফেসর ডা. আবদুল গণি মোল্লার কাছে আনুষ্ঠানিকভাবে ট্রলি, ডায়াথার্মা মেশিনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী।

এ সংক্রান্ত অনুষ্ঠানে বক্তব্য দেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান, নিটোর যুগ্ম পরিচালক ডা. নিজামউদ্দিন, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. মোনায়েম হোসেন, প্রফেসর ডা. ইউনুস, প্রফেসর ডা. আবদুস সবুর, প্রফেসর ডা. কাজী শামীমুজ্জামান, প্রফেসর ডা. গোলাম সারোয়ার, প্রফেসর ডা. আবদুস সবুর, মেট্রন মিসেস সাবিত্রী, সমাজসেবা কর্মকর্তা মিসেস রওশন আরা প্রমুখ।

আরও পড়ুন