Ad
Advertisement
Doctor TV

রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫


প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য তথ্য প্রকাশ

Main Image

প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য তথ্য প্রকাশ


স্বাস্থ্য পরীক্ষায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের খুবই ছোট কিছু সমস্যা পাওয়া গেছে। তার বড় ধরনের কোনো শারীরিক ও স্নায়ুবিক সমস্যা নেই।  ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট দায়িত্ব পালনে পুরোপুরি ফিট বলে জানিয়েছেন তার চিকিৎসক চিকিৎসক কেভিন ও’কনর। মার্কিন প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউজের দেয়া এই  বিবৃতি প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো সমস্যা ছাড়াই সুন্দরভাবে তার স্বাভাবিক কাজকর্ম করে যাচ্ছেন বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, তিনি কোনো তামাকজাত পন্য সেবন করেন না, ধুমপান করেন না, অ্যালকোহল পান করেন না এবং তিনি সপ্তাহে পাঁচদিন কাজ করেন। সবমিলিয়ে তিনি একটি স্বাস্থ্যকর জীবন-যাপন করেন।

রিপোর্টে আরও বলা হয়েছে, বাইডেন ৬ ফুট লম্বা একজন মানুষ এবং তার ওজন প্রায় ৮১ কেজি।

দুইবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তার বড় কোনো শারীরিক সমস্যা হয়নি বলে উল্লেখ করা হয়েছে মেডিকেল রিপোর্টে।

আরও পড়ুন