Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বাইরের দেশের মানুষও এ দেশে চিকিৎসা নিতে আসবে : স্বাস্থ্যমন্ত্রী

Main Image

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে  মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী


খুব শিঘ্রই বাইরের দেশের মানুষও এ দেশে চিকিৎসা নিতে আসবে বলে আশা করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য বিভাগকে আরও উন্নত করা হচ্ছে। চিকিৎসার জন্য দেশের একটি মানুষকেও যেন বিদেশ যেতে না হয়, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। আশা করছি, খুব শিঘ্রই বাইরের দেশের মানুষ এ দেশে চিকিৎসা নিতে আসবে।  

আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে  মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। সূত্র : বাংলা নিউজ ২৪.কম। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগে দেশে মাত্র আটটা মেডিকেল কলেজ ছিল। এখন সরকারি মেডিকেলের সংখ্যা ৩৭টি। আর বেসরকারিতে ৭০টি। দেশের প্রতিটি বিভাগীয় শহরে মেডিকেল বিশ্ববিদ্যালয় ও জেলা শহরে একটি করে মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিয়া, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোমেনুল হক, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নবীউর রহমান, কলেজের উপাধ্যক্ষ ডা. নাদির হোসেনসহ অনেকে। 

এর আগে সকালে তিনি দিনাজপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন ও রোগীদের খোঁজ খবর নেন। হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও হাসপাতালে ১০ বেড আইসিইউ ও ১০ বেড ডায়ালাইসিস সংযোজনের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। 

আরও পড়ুন