Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


চীনে চিকিৎসা সুবিধা কমানোয় রাস্তায় প্রবীণরা

Main Image

সরকার করোনার চিকিৎসায় যে বাড়তি ব্যয় করেছে, তা পুনরুদ্ধারের চেষ্টা করছে


চিকিৎসা সুবিধা কমানোর প্রতিবাদে ফের সড়কে বিক্ষোভ করেছেন চীনের উহানসহ দুই প্রদেশের প্রবীণরা। এ বিক্ষোভে যোগ দেন শত শত অবসরপ্রাপ্ত ও বয়স্ক ব্যক্তি। প্রতিবাদ হয়েছে দক্ষিণাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের শহর ডালিয়ানেও।

মাসের শুরুতে উহানের প্রাদেশিক কর্তৃপক্ষ জানায়, বয়স্কদের চিকিৎসা ব্যয়ের পরিমাণ কমিয়ে আনা হচ্ছে। এর পরই গত ৮ ফেব্রুয়ারি সেখানে প্রথম বিক্ষোভ করেন প্রবীণরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, প্রতিবাদকারীরা মূলত বয়স্ক, অবসরপ্রাপ্ত।

কর্তৃপক্ষ এটিকে সংস্কার হিসেবে উল্লেখ করলেও সমালোচকদের দাবি, সরকার করোনার চিকিৎসায় যে বাড়তি ব্যয় করেছে, তা পুনরুদ্ধারের চেষ্টা করছে। তাই চিকিৎসা সুবিধা কমিয়েছে।

উহান ও ডালিয়ানের কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক বিক্ষোভ সম্পর্কে তারা জানেন না। থানা পুলিশও কোনো মন্তব্য করতে চায়নি।

আরও পড়ুন