Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১৯ হাজার মানুষ হাসপাতালে

Main Image

ধ্বংসস্তূপ থেকে উদ্ধারে পর জীবিত অবস্থায় ৩৬৯ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে


স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে চলছে উদ্ধারকাজ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিএনএন জানায়, ভূমিকম্পে আহত ১৯ হাজার ৩০০ মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৩ হাজার ৬৩৬ জন আইসিইউতে চিকিৎসাধীন।

৮ হাজার ৮৫১ জনকে অস্ত্রোপচার করতে হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন কিছু সংখ্যক মানুষ।

এদিকে ভূমিকম্পের কারণে অন্তত ১ হাজার ৩৬২ শিশু তাদের বাবা-মা থেকে বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিবার ও সমাজসেবামন্ত্রী দিরিয়া ইয়ানিক। তবে ধ্বংসস্তূপ থেকে উদ্ধারে পর জীবিত অবস্থায় ৩৬৯ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে জানান তিনি। দিরিয়া ইয়ানিক আরও বলেন, বর্তমানে ৭৯২ শিশু চিকিৎসাধীন।

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃত ৫০ হাজার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কাহরামনমারাস শহরের পরিস্থিতি পর্যবেক্ষণের পর এ আশঙ্কার কথা জানান তিনি।

৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ভূমিকম্পে এখন পর্যন্ত ৩৭ হাহার ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তুরস্কে ৩১ হাজার ৬৪৩ ও সিরিয়ায় মারা গেছে ৫ হাজার ৭১৪ জন।

আরও পড়ুন