Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল এখন সুপার স্পেশলাইজ্ড

Main Image

কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ও এসওএসবি’র যৌথ উদ্যোগে মড্যুলার অপারেশন থিয়েটার (ওটি) উদ্বোধন


কোভিড ডেডিকেটেড হাসপাতাল হতে উত্তরনের পর অতি অল্প সময়ের মধ্যে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল একটি সুপার স্পেশলাইজ্ড হাসপাতাল হিসেবে কার্যক্রম শুরু করেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ও এসওএসবি’র যৌথ উদ্যোগে মড্যুলার অপারেশন থিয়েটার (ওটি) উদ্বোধনকালে এ তথ্য জানানো হয়। 

ওটি উদ্বোধন উপলক্ষে সেখানে লাইভ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবং নিজে সার্জারি করে সরকারি পর্যায়ে প্রথমবারের মতো মড্যুলার ওটিতে ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টোমি অপারেশন সম্পাদনের মাধ্যমে উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। একই সাথে তিনি ইটিটি মেশিনও উদ্বোধন করেনl

তাঁকে সার্বিক সহয়োগিতা করেন হাসপাতালের সার্জারী বিভাগের প্রধান ডাঃ কৃষ্ণ পদ সাহা, হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডাঃ মাহফুজ আরা বেগম, উপপরিচালক (হাসপাতাল) ডাঃ মঈনুল আহসান এবং হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীরা। 

এসময় মহাপরিচালক কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেনl

আরও পড়ুন