Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


এবার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের সিকিম

Main Image

ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে।


তুরস্ক ও সিরিয়ার ভয়াবহতা শেষ হতে না হতেই এবার ভূমিকম্পে কেঁপে উঠলো ভারতের সিকিম। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। খবর: আনন্দবাজার

সোমবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটের দিকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে আঘাত হানে ভূমিকম্পটি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়নি, তবে বেশ কয়েকটি ভবনে ফাটল ধরেছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, সিকিমে ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির গভীরে ভূমিকম্প হয়। যার ফলে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। তবে কম্পনের মাত্রা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বলেই মনে করা হচ্ছে।

এর আগে, রোববার বিকেলে মৃদু কম্পন হয়েছিল আসামে। আসামের নগাঁও এলাকায় বিকেল ৪টা ১৮ মিনিটের দিকে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।

আরও পড়ুন