Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


গবেষণায় মহিলাদের হার পুরুষের চেয়ে অনেক কম : উপাচার্য বিএসএমএমইউ

Main Image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগে পিসিআর ল্যাব, ইয়ারবুক, এন্টিবডির দীর্ঘমেয়াদী কার্যকরিতা নির্ণয়ক প্রকল্পের উদ্বোধন


গবেষণার ক্ষেত্রে মহিলাদের হার পুরুষের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। আজ রোববার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগে পিসিআর ল্যাব, ইয়ারবুক, এন্টিবডির দীর্ঘমেয়াদী কার্যকরিতা নির্ণয়ক প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।  

এছাড়াও উপাচার্য ভাইরোলজি বিভাগের ইয়ার বুক ২০২২ ও ইয়ার ক্যালেন্ডার ২০২৩ এবং করোনা ভাইরাসের ভ্যাকসিনের এন্টিবডির দীর্ঘমেয়াদী কার্যকারিতা নির্ণয়ক প্রকল্পের উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগ করোনা মহামারীর সময়ে করোনা ভাইরাস সনাক্তকরণ, ভ্যাকসিন প্রদানসহ করোনা ভাইরাসের বিভিন্ন দিক নিয়ে গবেষণায় বিরাট অবদান রেখেছে। এ কারণে গবেষণার প্রতি আরো মনোযোগী হতে হবে। বিশেষ করে মহিলা চিকিৎসকদের গবেষণায় আরো এগিয়ে আসতে হবে। গবেষণার ক্ষেত্রে মহিলাদের হার পুরুষের তুলনায় অনেক কম বলে জানান তিনি। 

অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, ডিন অধ্যাপক ডা. রনজিত রঞ্জণ রায়, ল্যাবরেটরি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবতোষ পাল, ফরেনসিক মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ শাহ আলম, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা, অধ্যাপক ডা. শাহিনা তাবাসসুম, অধ্যাপক ডা. সাইফ উলাহ মুন্সী, অধ্যাপক ডা. মুনীরা জাহান, ডা. এস এম রাশেদ-উল ইসলাম প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন