Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল

Main Image

তুরস্ক ও সিরিয়ায় প্রলয়ঙ্করী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে


তুরস্ক ও সিরিয়ায় প্রলয়ঙ্করী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেল। আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে। 

প্রকাশিত খবর অনুযায়ী, তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৯১ জন। সিরিয়াতেও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৯২ জনে। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৩৮৩ জন। মৃতের সংখ্যা এখনও দ্রুততার সাথে বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উদ্ধারকর্মীরা। 

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বিধ্বংসী ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ চালাতে প্রথমদিকে সমস্যায় ছিল তার সরকার। উদ্ধার কাজ এখন স্বাভাবিক গতিতে চলছে। কেউই গৃহহীন থাকবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ধারনা করা হচ্ছে, তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ ভূমিকম্পের সময় শহরের হাজারো ভবনে ঘুমিয়ে থাকা মানুষ ছিলেন। সেসব বাড়িঘরের অনেকগুলোই  ভেঙে পড়েছে।

আরও পড়ুন