Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ঢামেক হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

Main Image

ঢামেক হাসপাতালের নতুন ভবনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে শত শত রোগী নিচে নেমে আসেন


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের চার তলায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঢামেক হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। 

সূত্র জানায়, রোববার (৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে হাসপাতালে নতুন ভবনের ডায়ালাইসিস ইউনিট বিভাগে আগুন লাগে। এ সময় ইউনিটটির ভেতরে রোগীদের ডায়ালাইসিস চলছিল। 

এদিকে, নতুন ভবনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে শত শত রোগী নিচে নেমে আসেন। অতিরিক্ত অসুস্থ রোগীদেরকে স্বজনরা কোলে-কাঁধে নিয়ে হাসপাতাল ভবনের নিচে নামেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট হাসপাতালে পৌঁছায়। পরে নতুন ভবনের চার তলায় কিডনি বিভাগের একটি এসির মেশিনের  আগুন নেভান তারা। 

আরও পড়ুন