Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


তোতা পাখির আঘাতে হাড় ভাঙল চিকিৎসকের

Main Image

শাস্তি হিসেবে পাখির মালিককে দুই মাস কারাগারে কাটাতে হবে


তাইওয়ানের তাইনান শহরে দুটি পোষা কুকুর নিয়ে পার্কে জগিং করতে আসেন লিন নামের এক চিকিৎসক। হঠাৎ এক বড় তোতা পাখি উড়ে তার কাঁধে ডানা ঝাপটাতে শুরু করে।

তোতার এমন কাণ্ডে চিকিৎসক লিন ভয় পেয়ে দেন দৌঁড়। এতে পিছলে শরীরের কয়েকটি হাড় ভেঙে যায়। কিছুদিন হাসপাতালেও কাটাতে হয় তাকে।

এ ঘটনায় ক্ষুব্ধ লিন ক্ষতিপূরণ আদায়ে তোতার মালিকের বিরুদ্ধে মামলা করেন। তাইনান জেলা আদালতকে লিন বলেন, তিনি এক সপ্তাহ হাসপাতালে কাটান। হাড় ঠিক না হওয়ায় বছরেরও বেশি সময় কাজে যেতে পারেননি। অনেক সময় ও অর্থ ব্যয় হয়েছে।

চিকিৎসক লিনের আইনজীবী জানান, লি এখন হাটতে পারছেন। তবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না।

উভয়পক্ষের যুক্তি শোনার পর আদালত রায় দিয়েছেন, তোতা পাখির মালিক হুয়াংয়ের অবহেলার কারণে চিকিৎসক লিন আহত হন। তার উচিত ছিল তোতাপাখির খেয়াল রাখা। শাস্তি হিসেবে তাকে দুই মাস কারাগারে কাটাতে হবে। আর ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখের কিছু বেশি মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। তবে এ সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন তোতাপাখির মালিক।

আরও পড়ুন