Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু অচিরেই : স্বাস্থ্যমন্ত্রী

Main Image

দক্ষিণ সুরমায় বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক


আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া শেষ হলেই সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হলে স্বাস্থ্যসেবা পাওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ পাবেন সিলেটবাসী। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ সুরমায় বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনে গিয়ে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।  

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের অবদান ছিল। এটি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি।

এ সময় সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা, সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন