Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ঢামেকে শিশুটিকে ফেলে গেল কে

Main Image

বুধবার রাত পৌনে ১০টার দিকে পুরাতন ভবনের বাথরুমের প্রবেশমুখ থেকে তাকে উদ্ধার করা হয়।


ঢাকা মেডিকেল হাসপাতালের বাথরুমের সামনে থেকে বাক ও শারীরিক প্রতিবন্ধী শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে পুরাতন ভবনের নিচতলায় ১১০ ও ১১২ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী বাথরুমের প্রবেশমুখ থেকে তাকে উদ্ধার করা হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, কেউ তাকে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালের সিসিটিভির ফুটেজ দেখে বিষয়টি শনাক্তের চেষ্টা করছে। আপাতত শিশুটির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি কথাও বলতে পারে না সে।

ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, শিশুটি হাঁটাচলা ও কথা বলতে পারে না। যারা শিশুটিকে ফেলে গেছে, তাদের শনাক্ত করা হবে।

আরও পড়ুন