Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দম্পতি নিহত

Main Image

ভোর সোয়া ৬টার দিকে ভাটারার সৈয়দনগর এলাকায় এ ঘটনা ঘটে


রাজধানীর ভাটারা এলাকায় সিলিন্ডারের লিকেজ থেকে ছড়িয়ে পড়া গ্যাসে আগুন ধরে গেলে তাতে দগ্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- আব্দুল মজিদ সিকদার (৭২) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪৭)।

ভাটারা থানার এসআই ইমরান জানান, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ভাটারার সৈয়দনগর এলাকায় এ ঘটনা ঘটে। লাশগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, গ্যাস লিক থেকে আগুন লাগার পর ছয়তলা ভবনের তৃতীয় তলায় থাকা ওই দম্পতি দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল পৌঁছায়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আরও পড়ুন