Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


৬ দফা দাবিতে কর্মবিরতিতে পাবনা জেনারেল হাসপাতালের ইন্টার্ন নার্সরা

Main Image

রাজা হোসেন (২৫) নামের এক ইন্টার্ন নার্সকে মারধরের ঘটনার জেরে ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের ক্লিনিক্যাল ইন্টার্ন নার্সরা


রাজা হোসেন (২৫) নামের এক ইন্টার্ন নার্সকে মারধরের ঘটনার জেরে ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের ক্লিনিক্যাল ইন্টার্ন নার্সরা। আন্দোলনের অংশ হিসেবে বুধবার (১ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি করেন তারা।  

আন্দোলকারী নার্সদের অভিযোগ, মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডের মেডিসিন ইউনিটে ইন্টার্ন নার্স রাজা হোসেনকে মারধর করে  সাদ্দাম হোসেন নামের এক বহিরাগত দালাল। এ ঘটনার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন  ইন্টার্ন নার্সরা। ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনার বিচার চেয়ে হাসপাতালের পরিচালক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর ৬ দফা দাবি উত্থাপন করেন আন্দোলনকারী ইন্টার্ন নার্সরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

নার্সদের দাবির মধ্যে রয়েছে- হাসপাতালে কর্তব্যরত নার্সদের ব্যক্তি স্বাধীনতা দেওয়া, রোগী হয়রানি বন্ধ করা, নার্সদের নিরাপত্তা নিশ্চিত করা, নার্সদের কাজে কোনো হস্তক্ষেপ না করা, নার্সদের যথাযথ সম্মান নিশ্চিত করা।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর বলেন, ঘটনা শোনার পরপরই আমি হাসপাতালের ইন্টার্ন নার্সদের কাছে যাই। তবে অভিযুক্তকে সেখানে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা হাসপাতালের পরিচালনা পরিষদ বৈঠক করেছি। হাসপাতালে বহিরাগতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। 

আরও পড়ুন