Ad
Advertisement
Doctor TV

বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫


১৬ টাকার ইনজেকশন এক হাজারে বিক্রির অভিযোগে জরিমানা

Main Image

নোয়াখালী সদরের জাপান-বাংলাদেশ হাসপাতালের ফার্মেসির বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর


১৬ টাকা দামের ইনজেকশন এক হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে নোয়াখালী সদরের  জাপান-বাংলাদেশ হাসপাতালের ফার্মেসির বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে এ অভিযান চালিয়ে ঐ ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাওছার মিয়া। সূত্র : জাগো নিউজ। 

রাতের বেলা সুযোগ পেয়ে ওই ফার্মেসির মালিক ১৬ টাকার একটি ‘বারবিট ইনজেকশন’ এক হাজার টাকায় বিক্রি করেন। অভিযানে গিয়ে এই অভিযোগের সত্যতা পান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাওছার মিয়া। এই দায় স্বীকার করায় ওই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

অভিযান পরিচালনাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী ও সুধারাম মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন