Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন সম্পন্ন

Main Image

কক্সবাজারে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন ২০২২’ অনুষ্ঠিত


কক্সবাজারে অনুষ্ঠিত হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন ২০২২’।

গত ২৪ জানুয়ারি আয়োজিত সম্মেলন শুরু হয় স্কয়ারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরীর (যিনি ‘স্কয়ার মাতা’ হিসেবে পরিচিত) স্মৃতির প্রতি সম্মান জানিয়ে।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। বাংলাদেশের প্রথম সারির ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রতিষ্ঠানটির সব কর্মকর্তা-কর্মচারীকে অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে ২০২২ সালের সেরা সাফল্য অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ডিভিশনের পরিচালক মোহাম্মদ আতিকুজ্জামান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- এরিক এস চৌধুরী (ডিরেক্টর, টেকনিক্যাল অপারেশনস ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), কবির রেজা (এক্সিকিউটিভ ডিরেক্টর, অ্যাকাউন্টস ও ফিন্যান্স), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (এক্সিকিউটিভ ডিরেক্টর, ফিন্যান্স ও স্ট্র্যাটেজি), মিজানুর রহমান (এক্সিকিউটিভ ডিরেক্টর, অপারেশনস), নওয়াবুর রহমান (এক্সিকিউটিভ ডিরেক্টর, টেকনিক্যাল অপারেশনস) এবং স্কয়ার ফার্মার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন