Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


রাশিয়ায় ওষুধ ঘাটতির তথ্য স্বীকার পুতিনের

Main Image

রাশিয়ায় ওষুধ ঘাটতির কথা প্রকাশ্যে স্বীকার করলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন


রাশিয়ায় ওষুধ ঘাটতির কথা প্রকাশ্যে স্বীকার করলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, যুদ্ধের কারণে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে কিছু ওষুধের ঘাটতি রয়ে গেছে। কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই স্বীকারোক্তি করেন তিনি। বৈঠকটি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।

সূত্র : আল জাজিরা।

ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়া। তবে প্রেসক্রিপশনে লেখা হয়- এমন ওষুধ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। কিন্তু পরিবহন ও বিমাসহ দেশটির অন্যান্য খাতে বিধিনিষেধাজ্ঞা থাকায় পরোক্ষভাবে ওষুধ খাতও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৈঠকে পুতিন বলেন, গত বছরের প্রথম তিন চতুর্থাংশে ওষুধের উৎপাদন প্রায় ২২ শতাংশ বেশি ছিল। তারপরও কিছু ওষুধের ঘাটতি দেখা দিয়েছে ও দাম বেড়েছে। বাজারের ৬০ শতাংশ মেডিসিনই দেশে উৎপাদিত বলেও জানান তিনি। 

আরও পড়ুন