Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রাজশাহীতে চিকিৎসকদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Main Image

২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রাজশাহী বিভাগীয় চিকিৎসকদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রাজশাহী বিভাগীয় চিকিৎসকদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জানুয়ারি) রামেক অডিটরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন  বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন। 

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন। 

বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী ও মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন।

সভায় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে রাজশাহীতে আগমন করায় কেন্দ্রীয় বিএমএ ও স্বাচিপ নেতৃবৃন্দকে সংবর্ধনা দেয়া হয়। 

এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিএমএ’র সভাপতি ডাঃ এ. বি সিদ্দিকী। 

সভায় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ নওশাদ আলীসহ বিভাগের বিভিন্ন জেলার বিএমএ এবং স্বাচিপ সহ রাজশাহী জেলার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক চিকিৎসক অংশ নেন। 

আরও পড়ুন