কারাগারগুলোর শূন্যপদে ৭ জানুয়ারির মধ্যে চিকিৎসক নিয়োগ দিতে বলেছিলেন আদালত
কারাগারের শূন্যপদে ৪৮ চিকিৎসক নিয়োগে আদালতের নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থতার জন্য হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চে লিখিতভাবে ক্ষমা চান তিনি।
গত ১৭ জানুয়ারি দেশের কারাগারগুলোতে শূন্যপদে ৪৮ চিকিৎসক নিয়োগের নির্দেশনা বাস্তবায়ন না করায় তার ব্যাখ্যা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছিলেন হাইকোর্ট।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
পরে আইনজীবী জে আর খান রবিন জানান, হাইকোর্ট কারাগারগুলোর শূন্যপদে ৭ জানুয়ারির মধ্যে চিকিৎসক নিয়োগ দিতে বলেছিলেন। কিন্তু এখনও তা দেওয়া হয়নি। এ জন্য আদালত স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে তলব করেন।
গত বছর ২১ সেপ্টেম্বর প্রতিবেদন দিয়ে জানানো হয়, দেশের ৬৮টি কারাগারে ১৪১টি শূন্যপদে ১১২ চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। বাকিদের শিগগিরই নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন