Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


চমেক হাসপাতালে চালু আরও ১০ ডায়ালাইসিস মেশিন

Main Image

এ নিয়ে চমেক হাসপাতালের কিডনি ওয়ার্ডের তত্ত্বাবধানে মোট ১৭ মেশিনে ডায়ালাইসিস সেবা চলছে


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আরও ১০টি ডায়ালাইসিস মেশিন চালু হয়েছে। রোববার (২২ জানুয়ারি) স্থাপনের পর এসব মেশিনে কিডনি রোগীরা ডায়ালাইসিস সেবা নিচ্ছেন।

এ নিয়ে চমেক হাসপাতালের কিডনি ওয়ার্ডের তত্ত্বাবধানে মোট ১৭টি মেশিনে ডায়ালাইসিস সেবা চালু হলো। এর আগে ওয়ার্ডে চারটি মেশিন সচল ছিল। পরে করোনা ইউনিটে স্থাপন করা তিনটি মেশিনেও ডায়ালাইসিস সেবা দেওয়া হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানান, কিডনি ওয়ার্ডে রোগীরা সরকারিভাবে কম খরচে ডায়ালাইসিস করাতে পারবেন। ছয় মাসের ডায়ালাইসিস ফি ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি সেশনে একজন রোগীর ৪১৭ টাকা খরচ হবে।

চমেক হাসপাতাল এতদিন সরকারি ভর্তুকি সত্ত্বেও স্যান্ডরের অধীনে সেশনপ্রতি ডায়ালাইসিস করাতে লাগত ৫৩৫ টাকা। আর ভর্তুকি ছাড়া ২ হাজার ৯৩০ টাকা। কিন্তু সম্প্রতি এ খরচ বাড়ালে রোগীরা আন্দোলন করেন।

চমেক কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে ৩০ রোগী কিডনি ওয়ার্ডে তালিকাভুক্ত হয়েছেন। নতুন ১০টি মেশিন যুক্ত হওয়ায় নতুন করে অর্ধশতাধিক রোগী ডায়ালাইসিসের সুযোগ পাবেন। স্যান্ডরের তালিকাভুক্ত রোগীদের মধ্য থেকে তুলনামূলক বেশি অসহায়দের এখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চমেক হাসপাতালের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নুরুল হুদা।

আরও পড়ুন