Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


সরকারি মেডিকেলে শিক্ষকদের প্রায় অর্ধেক পদ খালি : স্বাস্থ্যমন্ত্রী

Main Image

বর্তমানে দেশে সরকারি মেডিকেল কলেজে ২ হাজার ৬০৫টি শিক্ষকের  পদ খালি


দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে শিক্ষকদের প্রায় অর্ধেক পদ খালি রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (২২ জানুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহাম্মেদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

সংসদে স্বাস্থ্যমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, সরকারি মেডিকেল কলেজে শিক্ষকের ৫ হাজার ৫৮৯টি অনুমোদিত পদ রয়েছে। এর মধ্যে বর্তমানে  ২ হাজার ৬০৫টি পদই খালি রয়েছে। সংযুক্ত হিসেবে কর্মরত আছেন ১ হাজার ৩৬৯ জন। 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মেডিকেল কলেজগুলোতে সরাসরি শিক্ষক নিয়োগ করা হয় না। মেডিকেল কলেজের প্রভাষক পদে মেডিকেল অফিসার থেকে বিষয়ভিত্তিক পদায়ন করা হয়।

আরও পড়ুন