Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


কর্ণেল মালেক মেডিকেল কলেজ দিবস উপলক্ষে ম্যাগাজিনে লেখা আহবান

Main Image

কর্ণেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ


আগামী ২৩ ফেব্রুয়ারি প্রথমবারের মতো কলেজ দিবস পালিত হতে যাচ্ছে মানিকগঞ্জের কর্ণেল মালেক মেডিকেল কলেজে।

এ উপলক্ষে একটি ম্যাগাজিন/Souvenir বের করার পরিকল্পনা করেছেন কর্তৃপক্ষ। এজন্য অত্র কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের কাছ থেকে কলেজভিত্তিক ইতিহাস, স্মৃতি চারণা, গল্প (২০০ শব্দের মধ্যে), কবিতা ইত্যাদি লেখা আহবান করা হয়েছে। মাইক্রো সফট অফিস ওয়ার্ড (Microsoft Office word) ফাইলে লেখা পাঠাতে  লেখা পাঠাতে অনুরোধ করা হয়েছে। লেখা পাঠানোর শেষ সময় আগামীকাল মঙ্গলবারের (২৪ জানুয়ারি)। 

প্রয়োজনে যোগাযোগ করতে পারেন : 

হোয়াটসঅ্যাপেঃ

+8801819231354(Dr Md Anisur Rahman Khan),
+8801761617481 (Dr Binoy Krishna Tarafder)


মেইলঃ doc_anis@hotmail.com,
binoymmc@gmail.com

আরও পড়ুন