Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


ইন্টার্ন চিকিৎসকদের উদ্যোগে কর্নেল মালেক মেডিকেলে পিঠা উৎসব

Main Image

মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) আয়োজনে আনন্দঘন পরিবেশে আয়োজিত পিঠা উৎসবে অতিথিরা


মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) আয়োজনে আনন্দঘন পরিবেশে হয়ে গেল পিঠা উৎসব।

শনিবার (২১ জানুয়ারি) মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের ডা. আরশ্বাদ উল্লাহ। 

বিশেষ অতিথি হিসাবে ছিলেন কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ জাকির হোসেন, হাসপাতালের সহকারী পরিচালক ডা. সৌমেন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) সভাপতি ডা. তানভীর আহম্মেদ। সঞ্চালনা করেন ইচিপের সাধারণ সম্পাদক ডা. মোঃ মাহফুজুর রহমান শুভ। 

উৎসবে বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা অংশ নেন। আয়োজনে সার্বিক সহায়তায় ছিলো জেনারেল ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। 

আরও পড়ুন