Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ইজতেমায় মুসল্লিদের জন্য ১১টি ফ্রি হেলথ বুথ

Main Image

স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি এসব বুথে সেবা দিচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থাও


গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের তীরে চলছে ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে ৮ হাজারের বেশি বিদেশি মেহমানের পাশাপাশি লাখ লাখ বাংলাদেশি মুসল্লি অংশ নিয়েছেন।

ইজতেমায় আসা মুসল্লিদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১১টি হেলথ বুথ স্থাপন করেছে স্বাস্থ্য অধিদপ্তর, যেগুলো থেকে বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি এসব বুথে সেবা দিচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থাও।

শনিবার (২১ জানুয়ারি) ইজতেমা ময়দান ঘুরে দেখা যায়, বুথে আসা বেশিরভাগ মুসল্লি ডায়রিয়া ও জ্বরের ওষুধ নিচ্ছেন। ফ্রি ওষুধ নিতে দীর্ঘ লাইন থাকলেও মুসল্লিরা হাসি মুখে দাঁড়িয়ে আছেন।

প্রাথমিকভাবে এসব বুথ থেকে ওমিপ্রাজল, প্যারাসিটামল, মেট্রোনিডাজল, অ্যামোস্কিসিলিন, ওরাল স্যালাইনসহ প্রায় ২০ ধরনের ওষুধ সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তারেক হাসান জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ফ্রি মেডিকেল বুথে তাদের মেডিকেল এসিস্ট্যান্ট এবং একজন ফার্মাসিস্টের সমন্বয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে রোগীরা জ্বর, কাশি, সর্দি, ডায়রিয়া, বমি, শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপের চিকিৎসা পাচ্ছেন। তবে অবস্থা বুঝে গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন