Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ইজতেমায় এক রাতে তিন মুসল্লির মৃত্যু

Main Image

অচেতন হয়ে ও হৃদরোগে তাদের মৃত্যু হয়েছে। এ পর্বে মোট চার মুসল্লির মৃত্যু হলো


গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে এক রাতে আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১১টার মধ্যে তাদের মৃত্যু হয়।

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, অচেতন হয়ে ও হৃদরোগে তাদের মৃত্যু হয়েছে। এ ছাড়া শুক্রবার ভোরে মারা যাওয়া আরও একজন নিয়ে এ পর্বে মোট চার মুসল্লির মৃত্যু হলো।

মারা যাওয়া মুসল্লিরা হলেন গাইবান্ধার শুক্কুর মন্ডলের ছেলে আব্দুল হামিদ মন্ডল (৫৫), ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫) ও গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান উদ্দিন (৪৮)।

শুক্রবার এশার নামাজের সময় খিত্তায় বসে জিকির করা অবস্থায় আব্দুল হান্নান অজ্ঞান হয়ে গেলে সেখানেই তিনি মারা যান। ব্যবসায়ী বোরহান রাত ১১টায় ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হলে তিনি খিত্তায় অবস্থান করা অবস্থায় মারা যান এবং সন্ধ্যায় গাইবান্ধার শুক্কুর মন্ডল মারা যান। আর শুক্রবার ভোরে সাভারের শিমুলতলি এলাকার মফিজুল ইসলাম মারা যান ইজতেমা মাঠে।

আরও পড়ুন