Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


আফগানিস্তানে প্রচণ্ড ঠান্ডায় ৭০ জনের প্রাণহানী, হাসপাতালে রোগীর ভিড়

Main Image

হেরাত প্রদেশে সম্প্রতি কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কমপক্ষে ১৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন


আফগানিস্তানে শৈত্যপ্রবাহ ও প্রচণ্ড ঠান্ডায় এক সপ্তাহে কমপক্ষে ৭০ জনের মৃত্যু হয়েছে। প্রতিকূল আবহাওয়ার প্রভাবে দেশটিতে প্রায় ৭০ হাজার গবাদিপশু প্রাণ হারিয়েছে। এর মধ্যে গত সপ্তাহে দেশটির মধ্যাঞ্চলীয় ঘোর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, আফগানিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে ভারি তুষারপাত হচ্ছে। এতে বন্ধ হয়ে গেছে বহু রাস্তাঘাট।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হঠাৎ করে অস্বাভাবিক তাপমাত্রা কমে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়ে গেছে। হেরাত প্রদেশে সম্প্রতি কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে কমপক্ষে ১৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন  আঞ্চলিক হাসপাতালের প্রধান আহমেদ ফারহাদ আফজালি। 

তীব্র ঠান্ডার কারণে ঘর গরম করতে একমাত্র উপায় হিসেবে গ্যাস ব্যবহার করছেন হেরাতের বাসিন্দারা। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, গ্যাসের অপব্যবহারের ফলে ভয়ানক ক্ষতিতে পড়তে পারে মানুষ। 

ঘর গরম করার জন্য কয়লা ব্যবহার করলে এ ধরনের ঘটনার আশঙ্কা বেশি থাকে। শ্বাসপ্রশ্বাসের সঙ্গে কার্বন মনোক্সাইড গ্যাস গ্রহণের ফলে মানুষ বিষক্রিয়ায় আক্রান্ত হতে পারে। খুব বেশি মাত্রায় কার্বন মনোক্সাইড গ্রহণের ফলে জ্ঞান হারিয়ে ফেলা, অ্যারিথমিয়া, খিঁচুনি, বা মৃত্যু পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিজ্ঞানীরা। 

আরও পড়ুন