Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


খেজুরের কাঁচা রস খাবেন না : স্বাস্থ্য বার্তা

Main Image

খেজুরের কাঁচারস


খেজুরের কাঁচারস খাবেন না বলে সতর্কবার্তা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো। নিপাহ ভাইরাস সম্পর্কে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারিত স্বাস্থ্য বার্তায় এ সতর্কবার্তা দেয়া হয়। একইসাথে প্রচারিত বার্তায় খেজুরের রস বিক্রি না করতে বিক্রেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। 

স্বাস্থ্য বার্তায় বলা হয়েছে, নিপাহ একটি ভাইরাস জনিত রোগ, বাদুড় থেকে মানুষে সংক্রমিত হয়। শীত মৌসুমে নিপাহ রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে। 

এ রোগের প্রধান লক্ষণসমূহ :

* জ্বরসহ মাথাব্যাথা, 

* খিঁচুনি, 

* প্রলাপ বকা, 

* অজ্ঞান হওয়া, 

* কোন কোন ক্ষেত্রে শ্বাসকষ্ট। 

নিপাহ রোগ প্রতিরোধে করণীয়  সম্পর্কে বার্তায় বলা হয়েছে, 

* খেজুরের কাঁচারস খাবেন না। 

* কোন ধরনের আংশিক খাওয়া ফল খাবেন না। 

* ফলমুল পরিষ্কার পানি দিয়ে ভালভাবে ধুয়ে খাবেন। 

* নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে রোগীকে যত দ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতালে প্রেরণ করুন। 

* আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন। 

আরও পড়ুন