Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত, ৪০ লাশ উদ্ধার

Main Image

উড়োজাহাজটি ওড়ার প্রায় ২০ মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়


নেপালে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রবিবার (১৫ জানুয়ারি) সকালে দেশটির কাঠমান্ডু থেকে ছেড়ে যাওয়া ইয়েতি এয়ারলাইনসের উড়োজাহাজটি পর্যটন এলাকা পোখারায় বিধ্বস্ত হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, উড়োজাহাজটিতে ৭২ আরোহী ছিলেন। তাদের মধ্যে ৬৮ যাত্রী ও চারজন ক্রু। এরই মধ্যে ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে উড়োজাহাজ কর্তৃপক্ষ।

উড়োজাহাজটি পোখারা বিমানবন্দরে অবতরণের সময়ে সেতি নদীর তীরে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটি ওড়ার প্রায় ২০ মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়। কাঠমান্ডু থেকে পোখারায় উড়োজাহাজের যাত্রাপথ ২৫ মিনিট।

উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।

নেপালের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ (সিএএএন) বলছে, উড়োজাহাজটি সকাল ১০টা ৩৩ মিনিটে কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে ছেড়ে যায়। নেপালের স্থানীয় সাংবাদিক দিলীপ থাপা বলেন, বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। ধ্বংসাবশেষে আগুনের কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।

নেপালে প্রায়ই উড়োজাহাজ দুর্ঘটনার খবর পাওয়া যায়। এর আগে গত বছর মে মাসে একটি উড়োজাহাজ দুর্ঘটনায় ২২ আরোহীর সবাই নিহত হন।

আরও পড়ুন