Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


মির্জা ফখরুল হাসপাতালে ভর্তি

Main Image

কারাগারেই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের পরামর্শেই হাসপাতাল ভর্তি করা হয়েছে


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার (১৫ জানুয়ারি) সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রায় এক মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন মির্জা ফখরুল। কারাগারেই অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকের পরামর্শেই তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছে।’

গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজনের মৃত্যু ও শতাধিক লোক আহত হন। এরপর ৮ ডিসেম্বর উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল এবং শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে পল্টন থানার মামলায় গ্রেপ্তার করে পুলিশ। গত ৯ জানুয়ারি দু’জনই জামিনে মুক্তি পান।

আরও পড়ুন