Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


নিপাহ আক্রান্তদের মৃত্যুহার অনেক বেশি : পরিচালক আইইডিসিআর

Main Image

বাদুড়ের লালার মাধ্যমে নিপাহ ভাইরাস আসে খেজুরের রসে


নিপাহ ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুহার অনেক বেশি বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। শীতকালের সাধারণ রোগবালাই ও নিপাহর সংক্রমণ নিয়ে আজ বুধবার  সেমিনারের আয়োজন করে প্রতিষ্ঠানটি। 

সেমিনারে আইইডিসিআরের বিজ্ঞানী ও গবেষকেরা বলেন, গত সপ্তাহে রাজশাহীর একজন নারী নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী, ৩৫ বছর বয়সী ওই নারী আক্রান্ত হওয়ার আগে খেজুরের রস খেয়েছিলেন। বাদুড় নিপাহ ভাইরাসের বাহক। বাদুড়ের লালার মাধ্যমে নিপাহ ভাইরাস এসেছিল খেজুরের রসে। 

সেমিনারে আরও বলা হয়, দেশে নিপাহ ভাইরাস প্রথম শনাক্ত হয় ২০০১ সালে মেহেরপুরে। এরপর প্রায় প্রতিবছেই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। এ পর্যন্ত ৩২৬ জন নিপাহ ভাইরাস আক্রান্তকে শনাক্ত করা গেছে। এরমধ্যে মারা গেছেন ২৩১ জন।

আরও পড়ুন