Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


লেজার স্পেশালিষ্ট ডা. অনন্তা অঞ্চিতা সাঈদ আর নেই

Main Image

লেজার স্পেশালিষ্ট ডা. অনন্তা অঞ্চিতা সাঈদ আর নেই


লেজার মেডিকেল সেন্টারের লেজার স্পেশালিষ্ট ডা. অনন্তা অঞ্চিতা সাঈদ আর নেই। 

গত ৮ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ক্যান্সারে (Metastatic Carcinoma from Unknown origin) আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা। 

ডা. অনন্তা অঞ্চিতা সাঈদের মৃত্যুতে শোক জানিয়েছে ডক্টর টিভি পরিবার। তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। 

আরও পড়ুন