Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বিএসএমএমইউকে মরণোত্তর দেহ দান করবেন গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের সচিব

Main Image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগে মরণোত্তর দেহ দান সংক্রান্ত দলিল হস্তান্তর করছেন গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের সচিব কৃষ্ণ দাশ গুপ্ত


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এনাটমি বিভাগে মরণোত্তর দেহ দানের সিদ্ধান্ত নিয়েছেন গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের সচিব কৃষ্ণ দাশ গুপ্ত। 

আজ সোমবার (৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এই সংক্রান্ত দলিলের চুক্তিপত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ ও এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানুর নিকট হস্তান্তর করেন তিনি।

এসময় বাংলদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল উদ্দিন, মুখ্য আলোচক গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও নিটোরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. শামসুদ্দীন আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন