Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


মানুষের সমাগম হলেই মাস্ক পড়তে হবে : স্বাস্থ্যমন্ত্রী

Main Image

গাজীপুরের কালিয়াকৈরে একটি অনুষ্ঠান শেষে সংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক


যেখানেই বেশি মানুষের সমাগম সেখানেই মাস্ক পড়তে হবে বলে জানিয়েছেন  স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে একটি অনুষ্ঠান শেষে সংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থমন্ত্রী বলেন, করোনা টিকার তৃতীয় ডোজ নিয়েছেন দেশের বেশির ভাগ মানুষ।  চতুর্থ ডোজ টিকাও নিয়েছেন অনেকে। সুরক্ষিত থাকতে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান তিনি। 

এসময় বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মশি উদ দোজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ থাই এ্যালুমিনিয়ামের পরিচালক সাবানা মালেক, কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, গাজীপুর সিভিল সার্জন খাইরুজ্জামান, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খানসহ অনেকে উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন