Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


করোনায় ৬৭ লাখ মৃত্যু দেখল বিশ্ব

Main Image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি জাপানে


বিশ্বে আবার বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে ১ হাজার ৬০ জন। এ সময়ে সংক্রমিত হয়েছে ৩ লাখ ১৩ হাজার ২৩৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের বুধবার (৪ জানুয়ারি) সকালের তথ্যানুযায়ী, মহামারীর শুরুর পর থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৬ কোটি ৫৯ লাখ ৯ হাজার ৫৩৭ জন। এ সময়ে মারা গেছে ৬৭ লাখ ৮২৬ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ৬৪৩ জন এবং মারা গেছে ২২৩ জন। জাপানে এ পর্যন্ত মারা গেছে ৫৭ হাজার ৯৪৪ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, ইতালি, তুরস্ক, স্পেন ইত্যাদি। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৮। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ জন। মারা গেছে ২৯ হাজার ৪৪০ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বে ছড়িয়ে পড়ে। ২০০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুন