Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে কুমিল্লার সিভিল সার্জন

Main Image

কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী


কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী। স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল। 


মঙ্গলবার (৩ জানুয়ারি) পরিদর্শনকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, বহিঃবিভাগ এবং অন্তঃবিভাগের বিভিন্ন কার্যক্রমের তদারকি করেন। ভর্তিকৃত রোগীদের সাথে হাসপাতালের সেবা সংক্রান্ত বিষয়ে কথা বলেন।


রোগীবান্ধব হাসপাতাল ব্যবস্থা গড়ে তুলতে সকল কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী।

আরও পড়ুন