Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ঢাকা ডেন্টালে অধ্যাপকসহ ৫১ পদ অনুমোদন

Main Image

জনপ্রশাসন মন্ত্রণালয় যে ১৪৮টি পদের প্রস্তাবনা দিয়েছিল, তার মধ্যে ৫১টি আজ অনুমোদন দেওয়া হয়েছে


ঢাকা ডেন্টাল কলেজে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকসহ নতুন ৫১টি পদ সৃজনের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ব্যয় ব্যবস্থাপনা-৬ অধিশাখার উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা ডেন্টাল কলেজের বিভিন্ন বিভাগের জন্য রাজস্বখাতে স্থায়ীভাবে ৪৩টি ও অস্থায়ীভাবে ৮টিসহ মোট ৫১টি পদ সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।

অনুলিপির চার কপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের কাছে পাঠানো হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

জনপ্রশাসন মন্ত্রণালয় যে ১৪৮টি পদের প্রস্তাবনা দিয়েছিল, তার মধ্যে ৫১টি আজ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন