Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম জামাল

Main Image

অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামাল


স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন রাজধানীর মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামাল।
আজ রোববার (১ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনারাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভ ইন হবেন।

‘জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, অধ্যাপক আবুল বাসার মো. জামাল ময়মনসিংহ চিকিৎসা মহাবিদ্যালয় থেকে ১৯৯০ সালে এমবিবিএস পাশ করেন। ১৯৯৭ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে সার্জারিতে এফসিপিএস এবং ২০০৩ সালে সার্জারিতে রয়্যাল কলেজ অব এডিনবার্গ থেকে এফআরসিএস ডিগ্রি লাভ করেন। হেপাটোবিলিয়ারি সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারিসহ সার্জারির অন্যান্য শাখায় তিনি প্রশিক্ষণপ্রাপ্ত।

মেডিকেল এডুকেশন বিষয়ে এমমেড ডিগ্রি অর্জন করেছেন তিনি। দক্ষ সার্জন হিসেবে চিকিৎসা দেওয়ার পাশাপাশি আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল শিক্ষায় অত্যন্ত নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে তিনি সমাদৃত।

অধ্যাপক জামাল বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের একজন নির্বাচিত কাউন্সিলর। তিনি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) অধিভুক্ত ন্যাশনাল রিসার্চ কমিটির সদস্য।

মুগদা মেডিকেল কলেজে যোগদানের পুর্বে তিনি ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন।

আরও পড়ুন