Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


চট্টগ্রাম মেডিকেলে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু বৃহস্পতিবার

Main Image

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) দ্বিতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার


চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) দ্বিতীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)। চমেক শিক্ষক সমিতির উদ্যোগে তিনদিনের এ  সম্মেলনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডাসহ দেশ-বিদেশের সহস্রাধিক চিকিৎসক-শিক্ষক অংশগ্রহণ করবেন।  

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

আয়োজকেরা জানান, চমেকের নতুন একাডেমিক ভবনের ৫টি ফ্লোর ও পাশের শাহ আলম বীর উত্তম অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের বিভিন্ন ধাপে ২০৬টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এর মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ তথ্য-উপাত্ত আদান প্রদান করা হবে। 

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সম্মেলনের কার্যক্রম চলবে। এদিকে,  আন্তর্জাতিক এই সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে চমেক শিক্ষক মিলনায়তেনে আজ বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

আরও পড়ুন