Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ওসমানী হাসপাতালের হিমাগারে অজ্ঞাত নারীর লাশ

Main Image

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল থেকে পড়ে রয়েছে অজ্ঞাত এক নারীর লাশ


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেল থেকে পড়ে রয়েছে অজ্ঞাত এক নারীর লাশ। লাশের পরিচয় শনাক্তে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সূত্র : সিলেটভিউ২৪.নিউজ। 

বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, গত ২৮ নভেম্বর কালাম নামের এক ব্যক্তি আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত অসুস্থ নারীকে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। টানা ২৬ দিন তাকে চিকিৎসা সেবা দেন ওসমানী হাসপাতালের চিকিৎসকেরা। অবশেষে শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। 

মৃত্যুর পর অজ্ঞাত সেই নারীকে ওসমানী হাসপাতালের হিমাগারে রেখেছেন কর্তৃপক্ষ। 

অজ্ঞাত মৃত নারীটি কারো স্বজন কি-না, এ বিষয়ে জানতে চাইলে ডিউটি অফিসার (০১৩২০-০৬৭৫৭৩) অথবা এসআই মো. আজিজুল হকের (০১৭৫৯-৫৭৭৬০২) মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করতে সিলেট কোতয়ালী পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। 

আরও পড়ুন