Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬


করোনা টিকার চতুর্থ ডোজ প্রয়োগ শুরু

Main Image

দেশব্যাপী করোনা টিকার দ্বিতীয় বুস্টার বা  চতুর্থ ডোজ প্রয়োগ শুরু


আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে দেশব্যাপী করোনা টিকার দ্বিতীয় বুস্টার বা  চতুর্থ ডোজ প্রয়োগ শুরু হলো। শুরুতে ষাটোর্ধ্ব, সম্মুখসারির যোদ্ধা ও কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, গর্ভবতী মহিলা এবং দুগ্ধদানকারী মায়েদের টিকা দেয়া হচ্ছে। চতুর্থ ডোজ হিসেবে ফাইজারের টিকা ব্যবহার করা হচ্ছে। 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর, কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে, ৩য় ডোজ প্রাপ্তির ৩ মাস পার হয়েছে এমন নিম্নলিখিত ব্যক্তিদেরকে ২য় বুস্টার বা ৪র্থ ডোজ প্রদান করা যাবে ঃ

* ৬০ বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠী, 

* দীর্ঘ মেয়াদী রোগ আক্রান্ত ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী জনগোষ্ঠী,

* স্বল্পরোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী,

* গর্ভবতী মহিলা ও দুগ্ধদানকারী নারী, 

* সম্মুখ সারির যোদ্ধা। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩য় ডোজ পাওয়ার পর ৪ মাস অতিবাহিত হয়েছে এমন ব্যক্তিরাই ৪র্থ ডোজ পাবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশব্যাপী সিটি করপোরেশন, জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে অবস্থিত সব স্থায়ী কোভিড-১৯ ভ্যাকসিনেশন সেন্টারে (বিশেষায়িত হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, ৫০০, ২৫০ এবং ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ইত্যাদি) চলমান বুথে ৪র্থ ডোজ ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন