Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


বিশ্বে দূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা

Main Image

ঢাকা শহরের দূষণ


বিশ্বে দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকার নাম। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় দূষিত বাতাসের মান ছিল ৩০২। এই স্কোর গোটা দুনিয়ায় সর্বোচ্চ। 

একিউআই স্কোর ২৭৬ পেয়ে এরপরের অবস্থানেই রয়েছে পাকিস্তানের লাহোর। ২৫৮ স্কোর নিয়ে পরের অবস্থানেই রয়েছে ভারতের দিল্লি।

বিশেষজ্ঞদের তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আরও পড়ুন