Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


চীনে করোনা সংক্রমন ফের বাড়ছে, আগামী বছরে ১০ লক্ষাধিক মৃত্যুর শঙ্কা

Main Image

করোনা ভাইরাসের আণুবীক্ষণিক চিত্র


করোনা সংক্রান্ত বিধি-নিষেধ শিথিল করার পর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে হঠাৎ করেই চীনে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার ব্যাপকভাবে বাড়তে পারে। পরিস্থিতি আগের  চেয়েও অনেক বেশি খারাপ হওয়ার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্য সংস্থা ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স এবং অ্যাভ্যুলেশন (আইএইচএমই)। সূত্র: রয়টার্স। 

গবেষণাটি করেছেন সিয়াটেলের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তবে এখানে মূল চীনের বদলে হংকংয়ে ওমিক্রনের সাম্প্রতিক প্রাদুর্ভাবের প্রাদেশিক ডেটা ও তথ্য পর্যালোচনা করা হয়েছে।

আইএইচএমই’র আশঙ্কা, আসছে ২০২৩ সালে করোনায় আক্রান্ত হয়ে চীনে ১০ লাখ মানুষের মৃত্যু হতে পারে।

সংস্থাটির পরিচালক ক্রিস্টোফার মুরে বলেন, আগামী বছরের এপ্রিল নাগাদ চীনে করোনার সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। ওই সময়ের মধ্যে দেশটির চার ভাগের তিন ভাগ মানুষ প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হতে পারেন। মৃত্যু হতে পারে ৩ লাখ ২২ হাজার মানুষের।  

তিনি আরও বলেন, চীন এত দীর্ঘ সময় ধরে জিরো কোভিড নীতি অব্যাহত রাখবে, তা কেউেই ভাবতে পারেনি। কঠোর নীতির কারণে প্রথমদিকে করোনা ভাইরাসের অন্যান্য ধরন নিয়ন্ত্রণ করতে পারলেও ওমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে হিমশিম খেয়েছে চীন।

দুর্বল ভ্যাকসিনের কারণে দেশটির অবস্থা ধারণার চেয়েও বেশি খারাপ হতে পারে। 

মুরের দাবি, উহানে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে চীনে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তাই আমরা সংক্রমণের মৃত্যুর হার সম্পর্কে ধারণা পেতে হংকংয়ের তথ্য-উপাত্ত বেছে নিয়েছি।

এদিকে, সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে এ বছরের ৭ ডিসেম্বর করোনাসংক্রান্ত কঠোর বিধি-নিষেধ তুলে নিলেও, এ সময়ের পরে করোনায় আক্রান্ত হয়ে চীনে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে দেশটিতে হু হু করে বাড়ছে সংক্রমণের মাত্রা।

আগামী জানুয়ারিতে চীনা নববর্ষ পালন করা হবে। ধারণা করা হচ্ছে, সে সময় সংক্রমণ আরও উদ্বেগজনক হারে বাড়তে পারে। 

আরও পড়ুন