Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


রাজশাহী মেডিকেল কলেজে বিজয় দিবস উদযাপন

Main Image

শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: নওশাদ আলী ও তাঁর সহকর্মীরা


নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক)। 

রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: নওশাদ আলীর নেতৃত্বে শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত নানানভাবে সাজানো হয় বিজয় দিবসের অনুষ্ঠানমালা। 

ভোর ৬ টায় পতাকা উত্তলনের মধ্য দিয়ে শুরু হয়ে দিনের কর্মসূচি। শুরুতে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: নওশাদ আলী ও তাঁর সহকর্মীরা।

এরপর এক এক করে রামেকের সকল বিভাগ সহ বিএমএ ও স্বাচিপ, সন্ধানী ও মেডিসিন ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণ করেন। 

এরপর মেডিকেল কলেজ শাখা সন্ধানীর রক্ত দান কর্মসূচি উদ্বোধন করেন রামেকের অধ্যক্ষ।

এরপর একটি আনন্দ র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। 

সবশেষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন